ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯৭০ সাল থেকে সামুদ্রিক প্রাণীসম্পদ অর্ধেক হ্রাস

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৫

১৯৭০ সাল থেকে সামুদ্রিক প্রাণীসম্পদ অর্ধেক হ্রাস

গত ৪ দশকে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ এবং মাছের সংখ্যা প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। মানুষের খাদ্যতালিকায় অত্যন্ত প্রয়োজনীয় মাছের সংখ্যারও ক্রমাবনতি ঘটছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউউব্লিউএফ) বুধবার এই সতর্কবাণী উচ্চারণ করেছে। একটি নতুন রিপোর্টে এই সংরক্ষণ সংস্থা সতর্ক করে দিয়েছে যে, মাত্রাতিরিক্ত মাছ শিকার দূষণ এবং জলবায়ু পরিবর্তন ১৯৭০ থেকে ২০১০ সালের মধ্যে বাণিজ্যিক মাছের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে সঙ্কুচিত করেছে। ডব্লিউডব্লিউএফের ব্লু প্লানেট রিপোর্টে আভাস দেয়া হয় যে, বৈশ্বিক খাদ্য সরবরাহের জন্য অপরিহার্য বিভিন্ন প্রজাতির মাছ সবচেয়ে বিপন্ন অবস্থায় পৌঁছেছে। দৃষ্টান্তস্বরূপ এক মৎস্য পরিবারভুক্ত মাছ টুনা ও ম্যাকেরেলের সংখ্যা ৪০ বছর সময়কালে ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে। ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের প্রধান মার্কো ল্যাম্বারটিনি এক বিবৃতিতে বলেছেন, এক প্রজন্ম সময়ের মধ্যে মাছের বংশবৃদ্ধির চেয়ে দ্রুতগতিতে মাছ শিকার এবং মাছের প্রজনন কেন্দ্র ধ্বংস সাগরের মৎস্যসমূহকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি সতর্ক করে দেন মাত্রাতিরিক্ত মাছ শিকার সামুদ্রিক প্রাণীর আবাস ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য ভয়াবহ পরিনতি বয়ে আনবে। সাগরের ওপর নির্ভরশীল দরিদ্রতম মানুষেরা সবচেয়ে দ্রুতগতিতে ও ভীষণভাবে ধাক্কা খাবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য সাগরে বসবাসকারী পর্যাপ্ত সম্পদ নিশ্চিত করতে ব্যাপক পরিবর্তন আশা প্রয়োজন। মাছই একমাত্র সামুদ্রিক প্রজাতি নয় যাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। খবর এএফপির। আলাস্কায় বিমান বিধ্বস্ত ॥ নিহত তিন যুক্তরাষ্ট্রের আলস্কায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে বুধবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। বিমানটিতে ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর দুইজনকে দুর্ঘটনাস্থলের কাছেই চিকিৎসা হয়েছে। ডিএইচসি-থ্রিটি টারবাইন ওট্টের বিমানটি উড্ডয়নের পরপরই আলাস্কার ইলিয়ামনা শহরের ইস্ট উইন্ড লেকে বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, তিনজনের মৃত্যু হয়েছে। আলস্কার একটি মাছধরার অঞ্চল ছিল বিমানটির গন্তব্য। খবর সিনহুয়ার।
×