ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুুই প্রতিষ্ঠানকে একীভূত করবে ইউনাইটেড পাওয়ার

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৫

দুুই প্রতিষ্ঠানকে একীভূত করবে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের দুটি অঙ্গ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। অঙ্গ প্রতিষ্ঠান দুটি হলো - ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি। কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী একীভূত হওয়ার ক্ষেত্রে যে সব প্রক্রিয়া রয়েছে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সভায় তা অনুমোদন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ও হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত কোম্পানির শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে। -অর্থনৈতিক রিপোর্টার মতিন স্পিনিংয়ের লভ্যাংশ ও মুনাফা বেড়েছে গত অর্থবছরে মতিন স্পিনিং মিলস লিমিটেডের লভ্যাংশ এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুটিই বেড়েছে। সমাপ্ত বছরে কোম্পানিটির লভ্যাংশ বেড়েছে ৮ শতাংশ, শেয়ারপ্রতি আয় বেড়েছে দশমিক ৭১ শতাংশ। গত ১২ সেপ্টেম্বর শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৭ পয়সা। ২০১৪ সালের কোম্পানিটি লভ্যাংশ দিয়েছিল ২৫ শতাংশ। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এছাড়া শেয়ারপ্রতি আয় করেছিল ৪ টাকা ২৪ পয়সা। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×