ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক ফ্যাশন উইকে নজর কাড়লেন কৃষ্ণকলি

প্রকাশিত: ০৬:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক ফ্যাশন উইকে নজর কাড়লেন কৃষ্ণকলি

স্পোর্টস রিপোর্টার ॥ অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু সেই পথে কাঁটা হয়ে দাঁড়ান রবার্টা ভিঞ্চি। ইতালিয়ান এই টেনিস তারকার কাছে হেরেই স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন আমেরিকান কিংবদন্তি। বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনালে অবাছাই ভিঞ্চির কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেন মার্কিন টেনিস সেনশেসন সেরেনা উইলিয়ামস। এর ফলে ১৮ বছরের ক্যারিয়ারে ২১ গ্র্যান্ডসøাম জিতলেও প্রথমবারের মতো একই বছরে মেজর চার শিরোপা জয় থেকে বঞ্চিত হলেন তিনি। তবে ভিঞ্চির কাছে পরাজয় থেকেই শিক্ষা নিচ্ছেন টেনিসের এই কৃষ্ণকলি। সাফ জানিয়ে দিয়েছেন এটা তার পরাজয় নয় বরং একটি জয়। এ বিষয়ে মঙ্গলবার এক সাক্ষাতকারে সেরেনা উইলিয়ামস বলেন, ‘টানা চার গ্র্যান্ডসøাম জিতেছি আমি। এটা দুইবার করেছি আমি। এরপরের টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছি। এটা কতজন খেলোয়াড়ই করতে পেরেছে? তাই আমি বলব অবশ্যই এটা হার নয় বরং আমার জন্য এটাই জয়ের সমান। এই অভিজ্ঞতা থেকেই শিখতে হবে আমাকে। তবে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে সেই ম্যাচে আমি কঠোর পরিশ্রম করেছি। চেষ্টার সবটুকুই ঢেলে দিয়েছি কিন্তু দুর্ভাগ্য। আপনারা তো দেখেছেনই সে কিন্তু সেদিন অসাধারণ খেলেছে। যার জন্য সেই আসলে যোগ্য। তার পারফর্মেন্সে আমিও খুব আনন্দিত।’ সেই হার অনেক কিছু থেকেই বঞ্চিত করল সেরেনাকে। ক্যালেন্ডার গ্র্যান্ডসøাম ছাড়াও টেনিসের উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফের জেতা ২২ গ্র্যান্ডসøাম রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল তার। চলতি মৌসুমে সেরেনার পারফর্মেন্স ছিল ঈর্ষণীয়। নিউইয়র্কে হারের আগে পুরো মৌসুমে মাত্র দুই ম্যাচে হেরেছিল সেরেনা উইলিয়ামস। তবে বড় অঘটন ঘটেছিল রজার্স কাপে। তাকে হারিয়ে টেনিস বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিলেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। আর সেই ঘটনার পর ভিঞ্চিরটাও তার ক্যারিয়ারের জন্য বড় অঘটন হিসেবেই দেখছেন টেনিস বিশ্বরা। কেননা এই ভিঞ্চিও তার ক্যারিয়ারের গোধূলিবেলায়। সেরেনাকে হারিয়েই চল্লিশেরও বেশিবারের প্রচেষ্টায় প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে খেলার গৌরব অর্জন করেন। তবে ভিঞ্চির বিপক্ষে ফ্লাশিং মিডোয় শুরুটা কিন্তু দারুণভাবেই করেছিলেন সেরেনা। নিউইয়র্কের টেনিস কোর্টে বৃষ্টির কারণে পিছিয়ে যাওয়া লড়াইয়ে প্রথম সেটে সহজেই জয় পান সেরেনা। তবে পরের দুই সেটে হেরে টুর্নামেন্টে সবচেয়ে বড় অঘটনের শিকার হন ৩৩ বছর বয়সী এই তারকা। সেদিন তিনি ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরেছিলেন ভিঞ্চির কাছে। হারের পর রবার্টা ভিঞ্চির সঙ্গে করমর্দন করেন সেরেনা উইলিয়ামস।
×