ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

র‌্যাবের প্রেসব্রিফিং

না’গঞ্জে মাদক উদ্ধার ॥ আটক আট

প্রকাশিত: ০৬:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৫

না’গঞ্জে মাদক উদ্ধার ॥ আটক আট

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ॥ সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় র‌্যাব সদস্যরা শীর্ষ মাদক বিক্রেতা রাজুসহ ৮ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের রয়েছে- ১৮৭ ক্যান বিয়ার, ১৬২ বোতল ফেনসিডিল, ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, ৬টি মোবাইল সেট ও নগদ ৪৭ হাজার ৫৮৯ টাকা। মঙ্গলবার ও বুধবার র‌্যাব-৩ সদস্যরা অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তাদের গ্রেফতার করে। বুধবার র‌্যাব-১১ এর আদমজীর সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তারা এসব তথ্য জানান। কুয়েটে অফিসার্স এ্যাসোসিয়েশনের মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ৮ম জাতীয় পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে বুধবার বেলা ১১টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মকর্তারা মানববন্ধন করেছেন। কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়েটের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান, প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশীদ, উপ-রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ। অনুকুলচন্দ্রের আবির্ভাব উৎসব নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৬ সেপ্টেম্বর ॥ ঠাকুর অনুকুলচন্দ্রের ১২৮তম আবির্ভাব উৎসব বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে হেমাইতপুর, বিশ্ববিজ্ঞান প্রাঙ্গণে বুধবার ভোরে ঠাকুর অনুকুলচন্দ্রের জন্মলগ্ন ঘোষণা ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ৮টায় হেমাইতপুর সম্বলপুর ঘাটে পুণ্য স্নানোৎসব, বেলা ১১টায় গোপালপুর ঠাকুরবাড়ী প্রাঙ্গণে ঋত্বিক সম্মেলন, মাতৃ সম্মেলন ও বিকেলে এক ধর্মসভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রীকুঞ্জবিহারী আদিত্যর, সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোরাম ফারুক পিন্স, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আলমগীর কবির, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন।
×