ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পী শেলু বড়ুয়ার উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১৫

শিল্পী শেলু বড়ুয়ার উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মৌলিক গানের বিশেষ করে নজরুল সঙ্গীতের অন্যতম শিল্পী শেলু বড়ুয়া। গুণী এই শিল্পী সম্প্রতি সঙ্গীত শিক্ষার্থীদের জন্য ‘শেলু বড়ুয়া লিসেনার্স ক্লাব’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। সারাবিশ্বে বাংলা গান ছড়িয়ে দেয়া এবং সঙ্গীত সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য তিনি এ ক্লাব প্রতিষ্ঠা করেন। আগ্রহীরা দেশ এবং দেশের বাইরে থেকেও বিনা খরচে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সঙ্গীত শিক্ষা অর্জন করতে পারবেন। তার আশা, এর মাধ্যমে তিনি সারাবিশ্বের বাংলা ভাষী মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারবেন। এরই ধারাবাহিকতায় শেলু বড়ুয়া তার নিজের গ্রাম চট্টগ্রামের আবুরখীল এলাকার শিক্ষার্থীদের গান শেখানোর মাধ্যমে ক্লাবের কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
×