ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘নিজ দেশে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলা কঠিন হবে’

বাংলাদেশকে নিয়ে মহা চিন্তায় স্মিথ

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশকে নিয়ে মহা চিন্তায় স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ অস্ট্রেলিয়ার। ওয়ানডে সিরিজ যদিও জিতেছে, তবে এ্যাশেজে বাজেভাবে ইংল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। সামনে অস্ট্রেলিয়ার খেলা আছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি অক্টোবরে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ সিরিজ নিয়ে মহা চিন্তিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই যে টেস্টে তার স্থায়ী নেতৃত্ব শুরু হচ্ছে। তাই তো স্মিথের কপালে ভাঁজ পড়েছে। একে তো দলে অভিজ্ঞ ক্রিকেটাররা নেই। আবার খেলাটি অস্ট্রেলিয়াতে নয়, হবে বাংলাদেশে। তাই স্মিথ বলেছেন, ‘নিজ দেশে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলা কঠিন হবে।’ স্মিথ বুঝে গেছেন, চ্যালেঞ্জ সামনে আছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে যেনতেন সিরিজ হতে যাচ্ছে না তাও বুঝে গেছেন। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে দুই ক্রিকেটার আছেন, যাদের এখনও জাতীয় দলে অভিষেকই হয়নি। আর ৫ ক্রিকেটার তো ১০ টেস্টের বেশি খেলার অভিজ্ঞতাই নেই! অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, রায়ান হ্যারিস, শেন ওয়াটসন ও ক্রিস রজার্স অবসর নিয়ে ফেলেছেন। পেসার মিচেল জনসন ও হ্যাজলউডকেও বিশ্রামে রাখা হয়েছে। মিচেল স্টার্কও ভুগছেন ইনজুরিতে। এমন অবস্থায় স্থায়ীভাবে নেতৃত্ব পাওয়া স্মিথের সামনে তরুণ দলটি নিয়ে দেশের বাইরে খেলা কঠিন হয়ে পড়বে, এটাই মনে করা হচ্ছে। অবশ্য জয়ের কথা মুখ থেকে সরিয়ে রাখতে নারাজ স্মিথ। বলেছেন, ‘যে কোন টেস্টই জয়ের জন্য খেলি। যেখানেই খেলি, জয় পেতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও এর ব্যতিক্রম নয়।’ সঙ্গে যোগ করেন, ‘তবে সফরটি কঠিন হতে যাচ্ছে। তবে আমি আশাবাদী কন্ডিশন মানিয়ে নিয়ে সফল সফরই হবে।’ তরুণ দলের উপরও স্মিথের অগাধ বিশ্বাস। তার ধারণা, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তরুণদের জন্য কিছু করে দেখানোর সিরিজ হবে। এশিয়াতে শেষ ১৫ টেস্টের মতো শুধু শ্রীলঙ্কার বিপক্ষে গলে ২০১১ সালে জিততে পেরেছে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া জেতার চেষ্টাই করবে। স্মিথ বলেছেন, ‘এখন সুযোগ এসেছে তরুণদের সামনে। কয়েকজন ভাল ক্রিকেটার সুযোগ পেয়েছে। আশা করছি তারা অভিজ্ঞদের অভাব পূরণ করবে। আমরা দেশের বাইরে খেলার উন্নতি করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ আমাদের প্রথম সুযোগ।’ ক্রিকেট ডট কম ডট এইউকে দেয়া স্বাক্ষাতকারে বাংলাদেশকে নিয়ে যে মহা চিন্তিত স্মিথ, তাই ধরা পড়ছে।
×