ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজিংয়ে ব্যাপক ভাঙ্গন

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজিংয়ে ব্যাপক ভাঙ্গন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তালতলা-ডহুরী খালের বালু উত্তোলনে লৌহজং উপজেলার কাজীরগাঁওয়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, যোগাযোগের প্রধান সড়ক, কয়েক শ’ বসতঘর, বিস্তীর্ণ ফসলী জমি হুমকির মুখে পড়েছে। একটি প্রভাবশালী চক্র অনুমতি ছাড়াই যত্রতত্র খাল থেকে বালু লুট করছে। এতেই দেখা দিয়েছে ভাঙ্গন। বালু উত্তোলনবন্ধসহ গ্রাম রক্ষার জন্য আন্দোলনে নেমেছে গ্রামবাসী। বৃহস্পতিবার গ্রামবাসীরা খালের পাড়ে ভাঙ্গনকবলিত এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গ্রামবাসী গ্রামরক্ষা কমিটিও গঠন করেছে। কমিটির আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। গ্রামবাসী জানান, তালতলা-ডহুরী খালের অপর পারে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁওয়ের কাইয়ুম মাঝি, মিজান সিন্ডিকেট এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত। মাসখানেক ধরে এ অঞ্চলে মাটি কাটা শুরু করে। যত্রতত্র মাটি কাটার ফলে কাজিরগাঁওসহ পার্শ্ববর্তী ক্ষেতেরপাড়া, চাষী বালিগাঁও, ইসলামপুর, গোয়ারা হুমকির মুখে রয়েছে। এর মধ্যে কাজিরগাঁওয়ের শিকদার বাড়ির অধিকাংশ বিলীন হয়ে গেছে। খালের ওপারে বালিগাঁও-লৌহজং সড়ক সংযোগের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটিও হুমকির মুখে রয়েছে। বালিগাঁও বাজার থেকে সুবচনী বাজার পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছে প্রভাবশালীদের আরও বেশ কয়েকটি ড্রেজার। এসব প্রভাবশালী কারও কথা না শুনে উত্তোলন করে চলছে বালু। এতে খালের আশপাশের অন্য গ্রামগুলো রয়েছে হুমকির মুখে। অচিরেই এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে আশপাশের গ্রামগুলো বিলীন হয়ে খালটি পরিণত হতে পারে একটি বিশাল নদীতে। বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ সেপ্টেম্বর ॥ বন্যাকবলিত সদর উপজেলার কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিক্যাল টিম ২৫০ রোগীর চিকিৎসা সেবা, ওষুধপত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। সুইস রেড ক্রসের অর্থায়নে ডিআরআর ওয়াশ প্রকল্পের সহায়তায় রেড ক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট জাতীয় সদর দফতরের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চিকিৎসা সেবা, ওষুধপত্র ও ত্রাণ বিতরণের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট অফিসার ইলিয়াস আহমেদ, ডিআরআর ওয়াশের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। মুক্তিযুদ্ধের বই বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জ কলেজ লাইব্রেরিতে বুধবার রাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও মুক্তিযুদ্ধের বই বিতরণ করা হয়েছে। কলেজ মিলনায়তনে এই আলোচনায় প্রধান অতিথির ভাষণ দেন এডিসি মোহাম্মদ ফজলে আজিম। মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষণ দেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অভিজিৎ দাস ববি, আসাদুজ্জামান কাঞ্চন, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, হুমায়ুন কবির, অধ্যক্ষ শাহরিয়ার হোসেন, মাসুদ পারভেজ ইমন, মোহাম্মদ মোক্তার হোসেন।
×