ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হয়েছে হাজারের বেশি হজযাত্রীকে

প্রকাশিত: ০৮:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৫

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হয়েছে হাজারের বেশি হজযাত্রীকে

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আজিজিয়া এলাকার একটি হোটেলে বৃহস্পতিবার আগুন ধরে গেলে সেখান থেকে এক হাজারের বেশি হজ পালনকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর ইন্টারন্যাশনাল বিজনেস অনলাইনের। জানা গেছে, ১১ তলাবিশিষ্ট ওই হোটেলের আটতলায় আগুন ধরে গেলে অগ্নি নির্বাপন বিভাগের কর্মীরা ১ হাজার ২৮ ব্যক্তিকে হোটেল থেকে বের করে এনেছে। এ সময় দুজন আহত হন। স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ এদের এশীয় বলে উল্লেখ করলেও কোন্ দেশের কতজন নাগরিক আছেন বা আগুন লাগার কারণ কি ছিল সে বিষয়ে কিছু জানায়নি। চলতি মাসের ১১ তারিখ মসজিদুল হারামের কাছে একটি বৃহৎ ক্রেন ধসে পড়লে শতাধিক ব্যক্তি প্রাণ হারান এবং প্রায় চার শ’ আহত হন। মঙ্গলবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
×