ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক হয়নি

প্রকাশিত: ০৮:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক হয়নি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া (মাওয়া)-কাওড়াকান্দি নৌরুটে এখনও ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী খনন কাজের জন্য ৫ দিন বন্ধ থাকার পর বুধবার পদ্মার লৌহজং টার্নিং পয়েন্ট খুলে দিলেও স্বাভাবিকভাবে ফেরি চলতে পারছে না। বৃহস্পতিবার ১০টি ফেরি লৌহজং টার্নিং দিয়ে একমুখী (ওয়ানওয়ে) পথে চলাচল করেছে। ফেরিগুলো যাবার সময় নতুন চ্যানেল পালেরচর-মাঝিকান্দি হয়ে ৩০ কিলোমিটার পথ ঘুরে কাওড়াকান্দি যাচ্ছে। ফেরার সময় লৌহজং টার্নিং দিয়ে ফিরছে। যেখানে লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। ফলে পারাপারে সময় লাগছে অনেক বেশি।
×