ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেল ‘আশিকী’

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ছাড়পত্র পেল ‘আশিকী’

স্টাফ রিপোর্টার ॥ আনকাট সেন্সর ছাড়পত্র পেল দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’। জানা গেছে গত ১৬ সেপ্টেম্বর বুধবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। শুধু তাই নয় সেন্সর বোর্ডের সদস্যরাও চলচ্চিত্রটির প্রশংসা করেছেন। এর মাধ্যমে একমাত্র ‘আশিকী’ ঈদের চলচ্চিত্র হিসেবে মুক্তির তালিকায় যুক্ত হলো। ‘আশিকী’ এ দেশে মুক্তি পাবে আসন্ন ঈদে। অবশ্য গতকালই চলচ্চিত্রটি কলকাতায় মুক্তি পেয়েছে বলে জানা গেছে। ‘আশিকী’ পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। ঢাকার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ। বাংলাদেশের ১২০টি হলে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি হলেও মুক্তি পাবে চলচ্চিত্রটি। ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা মিলবে মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। ফারিয়ার সঙ্গে থাকবেন ওপার বাংলার অংকুশ হাজরা। এছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সৌরভ দাস ও রেবেকা। একটি বিশেষ চরিত্রে আছেন চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। এদিকে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সম্প্রতি এক সন্ধ্যায় ‘আশিকী’ চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করা হয়। জাজ মাল্টিমিডিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আশিকী’ চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা মৌসুমী, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজদাভ দত্ত রনি, কণ্ঠশিল্পী কনা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রমুখ।
×