ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমান শাহ্র জন্মদিনে তারার মেলা

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৫

সালমান শাহ্র জন্মদিনে তারার মেলা

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রয়াত সালমান শাহ্’র ৪৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম গ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্র জগতে তিনি সালমান শাহ্ নামেই পরিচিত। তার জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সালমান স্মৃৃতি পরিষদ। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে উমুক্ত মঞ্চে আলোচনা, সম্মাননা প্রদান, গান, নাচসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জন্মদিন পালন করা হবে। এ উপক্ষে আজ বিকাল ৫টায় জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন সালমান শাহ্’র মা নীলা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, জায়েদ খান, সাংবাদিক রফিকুজ্জামান, আওলাদ হোসেন, রেদুয়ান খন্দকার, সালাম মাহমুদ ও আবুল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি এবং স্বাগত বক্তব্য রাখবেন সংগঠন সাংস্কৃতিক সম্পাদক বিডি মিজু। তিনি আরও বলেন, অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা ববিকে। স্মৃতি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বিডি মিজু জানান, বাংলা চলচ্চিত্রের প্রায় ৫০ বছরের ইতিহাসে চিত্রনায়ক রহমান এবং নায়করাজ রাজ্জাকের পর সালমানই একমাত্র নায়ক যিনি সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন। ১৯৯৩ সালের ঈদে মুক্তি পাওয়া সালমান শাহের অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলা চলচ্চিত্রের সঙ্কটের মুহূর্তে তার একান্ত নিষ্ঠা ও শ্রমের ফলে চলচ্চিত্রে এক ভিন্নধারার গতি সঞ্চার করে। তিনি আমাদের মাঝে আজ নেই। কিন্তু আছে তার অগণিত ভক্ত অনুসারী।
×