ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বনসাই’

ঈদে ফারুক হোসেনের টেলিফিল্ম

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ঈদে ফারুক হোসেনের টেলিফিল্ম

সংস্কৃতি ডেস্ক ॥ গত ঈদ-উল-ফিতরে কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন নাট্যকার ফারুক হোসেন। আজ পর্যন্ত তাঁর কোন খোঁজ মেলেনি। তবে নিখোঁজ হওয়ার আগে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মের চিত্রনাট্য লিখে রেখে গেছেন তিনি। এরই একটি চিত্রনাট্যে টেলিফিল্ম নির্মাণ করেছেন জামাল মল্লিক। টেলিফিল্মের নাম ‘বনসাই’। ইস্কাটন ও উত্তরার বেশ কয়েকটি জায়গায় গত সপ্তাহে এ টেলিফিল্মের শূটিং সম্পন্ন হয়েছে। ফারুক হোসেনের স্ক্রিপ্ট প্রসঙ্গে জামাল মল্লিক বলেন, ঈদ-উল-ফিতরের বেশ কয়েক দিন আগে দুটি স্ক্রিপ্ট আমার মাধ্যমে এক প্রযোজককে দিয়েছিলেন ফারুক হোসেন। কিন্তু ওই প্রযোজক এই মুহূর্তে কোন কাজ করছেন না। তাই ‘বনসাই’ নামের চিত্রনাট্যটি আমি সেই প্রযোজকের কাছ থেকে নিয়ে নির্মাণের কাজে হাত দেই। ‘বনসাই’-এর পরিচালক জামাল মল্লিক জানিয়েছেন, এ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি, স্বপন সিদ্দিকী, শোভা, জিয়াউর রহমান সুমন, জামাল মল্লিক প্রমুখ। তিনি আরও জানান, বছর তিনেক আগে ফারুক হোসেনের লেখা একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি। এ কারণে নাটক নির্মাণ করতে গিয়ে বার বার তার কথা মনে পড়েছে। এর অভিনয়শিল্পীরাও বার বার আবেগতাড়িত হয়েছেন ফারুকের লেখা সংলাপ বলতে গিয়ে। আসছে ঈদ-উল-আযহার অনুষ্ঠানমালায় একটি জনপ্রিয় টিভি চ্যানেলে প্রচার হবে বনসাই। বর্তমানে ফারুক হোসেনের লেখা ও হিমেল আশরাফের পরিচালনায় ‘একদিন ছুটি হবে’ নামের একটি ধারাবাহিক নাটক এনটিভিতে প্রচার হচ্ছে। ফারুক হোসেনের চিত্রনাট্যে ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করছেন একই পরিচালক।
×