ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় শিশু মৌসুমী প্রতিযোগিতায় সেরা গফরগাঁও

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় শিশু মৌসুমী প্রতিযোগিতায় সেরা গফরগাঁও

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও ॥ জাতীয় শিশু মৌসুমী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে দেশাত্মবোধক জারী গানে প্রথম হয়েছে গফরগাঁওয়ের মুক্ত পায়রা খেলাঘর আসর। গত ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শিশু মৌসুমী প্রতিযোগিতা শুরু হয়। এতে গফরগাঁও মুক্ত পায়রা খেলাঘর আসর দেশাত্মবোধক, জারি ও আঞ্চলিক নৃত্যে প্রথমস্থান লাভ করে। পরে উপজেলা পর্যায়ে প্রথম হওয়া দলগুলো জেলায় অংশ নেয়। বুধবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিযোগিতায় দেশাত্মবোধক জারী গানে প্রথম হয় গফরগাঁও। আঞ্চলিক নৃত্যে নান্দাইল, জ্ঞান জিজ্ঞাসায় ইশ্বরগঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতায় গৌরীপুর প্রথমস্থান পায়। পরে বিজয়ী দলগুলোর মাঝে সনদপত্র বিতরণ করেন ময়মনসিংহ জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াছমিন।
×