ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয়: ইতিহাস ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. পূর্ব বাংলা হিসেবে পরিচিত কোন অংশ? ক) ভারত খ) বাংলাদেশ গ) আফগানিস্তান ঘ) পাকিস্তান ২. নেহেরু রিপোর্টের ব্যর্থতার যে কারণ- র. মুসলিম লীগের ব্যর্থতা রর. হিন্দু-মুসলমানের একতা ররর. কংগ্রেসের একাংশের ব্যর্থতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩. কখন গণঅভ্যুত্থান সংঘটিত হয়? ক) ১৮৬৯ সালে খ) ১৯৬৯ সালে গ) ১৯৬৮ সালে ঘ) ১৯৬৮ সালে ৪. দ্বৈতশাসনের প্রভাবে কী ঘটেছিল? ক) আধুনিকতার সূচনা খ) শিল্পের প্রসার গ) অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে যায় ঘ) দেশীয় বণিকরা লাভবান হয় ৫. লুণ্ঠনের ক্ষেত্রে ডাচদের সাথে তুমি কাদের সাদৃশ্য পাবে? ক) ফরাসি খ) ইংরেজ গ) ডেনিশ ঘ) অস্ট্রিয়ান ৬. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার যুদ্ধক্ষেত্রকে কয়টি সেক্টরে ভাগ করে? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি ৭. ভারতের শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক আশা আকাঙ্কা পূরণে কোন সংগঠন ওঠে? ক) ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন খ) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ) নিখিল ভারত মুসলিম লীগ ঘ) বেঙ্গল প্যাক্ট ৮. আগরতলা মামলাকে কী নামে অভিহিত করা হয়? ক) রাষ্ট্র বনাম আগরতলা খ) শেখ মুজিবর রহমান বনাম রাষ্ট্র গ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য ঘ) পশ্চিম পাকিস্তান বনাম পূর্ব পাকিস্তান ৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ক) ১৫০০ খ) ১৬০০ গ) ১৬১০ ঘ) ১৭০০ ১০. ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কত বাঙালিকে হত্যা করে? ক) ৪০ হাজার খ) ৬০ হাজার গ) ৮০ হাজার ঘ) ১ লাখ ১১. ভাষাশহিদ রফিকের বিচ্ছিন্ন মাথা হাতে করে নিয়ে যান কে? ক) ড. খোদেজা বেগম খ) ড. মশাররফুর রহমান গ) বিনয়কৃষ্ণ মজুমদার ঘ) ড. আমিনুল ইসলাম ১২. কলকাতার কত নং বাড়িটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে? ক) ৫৫/৮ খ) ৫৬/৮ গ) ৫৭/৮ ঘ) ৫৮/৮ ১৩. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? ক) বীরউত্তম খ) বীরপ্রতীক গ) বীরবিক্রম ঘ) বীরশ্রেষ্ঠ ১৪. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ১৫. ডালহৌসির সময়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? ক) পদোন্নতি প্রথাচালু খ) দক্ষতার ভিত্তিতে পদোন্নতি গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘ) শক্তিশালী রেজিমেন্ট গঠন ১৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্থায়িত্ব ছিল কত দিন? ক) ১১দিন খ) ১৪ দিন গ) ১৭ দিন ঘ) ১৮ দিন ১৭. মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? ক) মেহেরপুর খ) কালুরঘাটে গ) নাটোরে ঘ) ঢাকায় ১৮. ক্যাপ্টন মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের সাহায্য করেছিলেন- র. অন্ন দিয়ে রর. বস্ত্র দিয়ে ররর. অর্থ দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. ইস্ট ইন্ডিয়া কোম্পনি প্রাচ্য দেশে বাণিজ্যের সনদ লাভ করেন কত জন ইংরেজ বণিকের প্রচেষ্টায়? ক) ১১ জন খ) ১৪ জন গ) ১৬ জন ঘ) ১৮ জন ২০. ভাতরীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ক) উইলিয়াম জোন্স খ) অ্যালন অক্টোভিয়ান হিউম গ) মার্শাল জোসেফ ঘ) মহাত্মা গান্ধী ২১. বর্ধমান হাউস-এর বর্তমান নাম কী? ক) কার্জন হল খ) বাংলা একাডেমী গ) চামেলী হাউস ঘ) গণভবন ২২. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যূত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? ক) ৬ দফা খ) ১১ দফা গ) ১৫ দফা ঘ) ২১ দফা ২৩. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ২৪. বাঙালিকে স্বাধীনতার অনুপ্রাণিত করেছিল কার ভাষণ? ক) ইয়াহিয়া খানের খ) ভুট্টোর ভাষণ গ) টিক্কাখানের ভাষণ ঘ) শেখ মুজিবুর রহমানের ভাষণ ২৫. ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে- র. রাজারবাগ পুলিশ ক্যাম্প রর. পিলখানা ইপিআর ক্যাম্প ররর. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণে বাংলাদেশের উপকারি দিক হলো- র. বাঙালি শরণার্থীদের আশ্রয় ও সহায়তা রর. মুক্তিসেনাদের ট্রেনিং ররর. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. শহিদ রফিকের পিতা পেশায় কী ছিলেন? ক) ওকালতি খ) ডাক্তার গ) ব্যবসায়ী ঘ) কৃষক ২৮. কোন রাত্রিকে কাল রাত্রি বলা হয়? ক) ২৩ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৮ মার্চ ২৯. মুসলিম লীগ গঠিত হয় কত সালে? ক) ১৮৫৮ খ) ১৯০৫ গ) ১৯০৬ ঘ) ১৯১১ ৩০. পাঁচসালা বন্দোবস্ত চালু করেন কে? ক) লর্ড-বেন্টিঙ্ক খ) লর্ড কার্জন গ) ওয়েলেসলি ঘ) ওয়ারেন হেস্টিংস ৩১. ইমাম হাসান ১৯৭১ সালে বৈদ্যনাথতলায় বাস করত। সে তৎকালীন কোন জেলার অধিবাসী ছিল? ক) খুলনা খ) কুষ্টিয়া গ) যশোর ঘ) মেহেরপুর ৩২. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) দিনাজপুর ৩৩. লক্ষ্ণৌ চুক্তি যে কারণে করা হয়- র. হিন্দু-মুসলমানের সমঝোতা রর. সুষ্ঠু আইনের ব্যবস্থা ররর. ধর্মীয় কুসংস্কার দূর করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৩৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ক) জেনেভা খ) প্যারিস গ) লন্ডন ঘ) নিউইয়র্ক ৩৫. ‘স্মৃতির মিনার’ কবিতাটি কোন কবির? ক) নির্মলেন্দু গুণ খ) হেলাল হাফিজ গ) আল মাহমুদ ঘ) আলাউদ্দিন আল আজাদ ৩৬. জিন্নাহ চৌদ্দ দফা কত সালে পেশ করেন? ক) ১৯২৮ খ) ১৯২৯ গ) ১৯৩০ ঘ) ১৯২১ ৩৭. মুক্তিযুদ্ধে বাঙালিরা ভারতে আশ্রয় নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন? ক) ইন্দিরা গান্ধী খ) জওহরলাল নেহেরু“ গ) রাজেন্দ্র প্রসাদ ঘ) মাহত্মা গান্ধী ৩৮. নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব হন? ক) ১৫৫৬ খ) ১৬৫৬ গ) ১৭৫৬ ঘ) ১৭৬৫ ৩৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ৪০. সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে পাকিস্তান বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য আহ্বান জানায়- র. ১ ডিসেম্বর রর. ৫ ডিসেম্বর ররর. ডিসেম্বর � নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. পাকিস্তান কেন সোভিয়েত ইউনিয়নের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? ক) চীনের সাথে সুসম্পর্কের কারণে খ) ভারতের সাথে সুসম্পর্কের কারণে গ) যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের কারণে ঘ) যুক্তরাজ্যের সাথে সুসম্পর্কের কারণে ৪২. জন চার্নক ১৬৯০ সালে কোথায় একটি নগর প্রতিষ্ঠা করেন? ক) হরিহরপর খ) সুতানটি গ্রাম গ) ‘গোবিন্দপুর ঘ) সুরাটে ৪৩. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? ক) খুলনা খ) ঢাকা গ) সিলেট ঘ) কালুরঘাট ৪৪. ১৯৫৪ সালের নির্বাচনে কৃষক-শ্রমিক� পার্টির আসন সংখ্যা কত? ক) ৪৮ খ) ৫২ গ) ৫৯ ঘ) ৬১ ৪৫. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) এ কে ফজলুল হক গ) লিয়াকত আলী ঘ) শেখ মুজিবুর রহমান ৪৬. সাঁওতালরা কোন অঞ্চলে বাস করত? ক) কাশিমবাজারে খ) নাগপুরে গ) রাজমহলের পার্বত্য অঞ্চলে ঘ) ত্রিপুরায় ৪৭. গান্ধীজী আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে? ক) ১৯৩০ খ) ১৯৩৭ গ) ১৯৪৫ ঘ) ১৯৫৮ ৪৮. মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? ক) তাজউদ্দীন আহমদ খ) খন্দকার মোস্তাক গ) আসম রব ঘ) সৈয়দ নজরুল ইসলাম উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: তাছিন একদিন ভোর বেলায় ঘুম থেকে ওঠেই চারদিকে একটি গানের সূর শুনতে পেল। করুণ কন্ঠে গাওয়াগানটির কথা হচ্ছে “আমার ভাইয়ের রক্তে রাঙানো------”। পাঁচ বছরের শিশু দৌড়ে যায় বাবার কাছে, জানতে চায় একই গান সব জায়গায় বাজানো হচ্ছে কেন? বাবা তাঁকে নিয়ে শহিদ মিনারে যন এবং সবকিছু খুলে বলেন। ৪৯. পূর্ব বাংলা হিসেবে পরিচিত কোন অংশ? ক) ২১ ফেব্রুয়ারি খ) ৭ মার্চ গ) ১৬ ডিসেম্বর ঘ) ২৬ মার্চ ৫০. নেহেরু রিপোর্টের ব্যর্থতার যে কারণ- র. মুসলিম লীগের ব্যর্থতা রর. হিন্দু-মুসলমানের একতা ররর. কংগ্রেসের একাংশের ব্যর্থতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (খ) ৪. ৫. (খ) ৬. (খ) ৭. (খ) ৮. (গ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×