ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তোমার স্বপ্ন করো সত্যি

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৫

তোমার স্বপ্ন  করো সত্যি

প্রতিটি নারী ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিচয় তৈরি করার স্বপ্ন দেখে। সেই সব আত্মপ্রত্যয়ী নারীর স্বপ্ন পূরণের পথে পাশে থাকার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, ফেয়ার এ্যান্ড লাভলী ফাউন্ডেশন আয়োজিত ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের কার্যল্ডম অনুসারে প্রাথমিকভাবে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা শুরু করতে আগ্রহী নারীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। এ আহ্বানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সারাদেশ থেকে এই পর্যন্ত ৭৫৫০ আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত নারীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং কারিগরি ট্রেনিংয়ের অনুদান বা ব্যবসা শুরু করার মূলধন প্রদান করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দেশের ৬টি বিভাগে শুরু হয়েছে ইন্টারভিউ সেশন। এই কাজে নিয়োজিত আছেন বিচারকম-লীর প্যানেল। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগের ইন্টারভিউ সেশন। ব্যবসা শুরু করতে আগ্রহী আবেদনকারী নারীর ইন্টারভিউ নিতে এই সেশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান শেলী, রুবানা হক, প্রখ্যাত নারী সাহিত্যিক ও গবেষক সেলিনা হোসেন এবং গীতিআরা সাফিয়া চৌধুরী। এছাড়াও উচ্চশিক্ষায় স্কলারশিপের এবং কারিগরি শিক্ষার জন্য আবেদনকারী নারীর ইন্টারভিউ নিতে বিচারকের দায়িত্ব পালন করেন সেলিমা আহমেদ এবং সঙ্গীতা আহমেদ। Ñবিজ্ঞপ্তি
×