ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেড় কোটি টাকা আত্মসাত সিলেটে হজযাত্রীদের ট্রাভেলস ঘেরাও

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দেড় কোটি টাকা আত্মসাত সিলেটে হজযাত্রীদের ট্রাভেলস ঘেরাও

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে হজে পাঠানোর নামে একটি ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারিত হজযাত্রী ও তাদের স্বজনরা বৃহস্পতিবার গভীর রাতে নগরীর উপশহরের গার্ডেন টাওয়ারের মোহাম্মদিয়া ট্রাভেলস ঘেরাও করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রতারিতদের অভিযোগ, ওই ট্রাভেলসের মালিক কবীর আহমদ ৪১ হজযাত্রীর প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করেছেন। গত বৃহস্পতিবার ওই হজযাত্রীদের ফ্লাইট দেয়ার কথা ছিল। ওই দিন তাদের ফ্লাইট না দিয়ে ট্রাভেলস মালিক গা-ঢাকা দেয়ায় তারা ট্রাভেলস ঘেরাও করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ট্রাভেলস মালিক কবীর আহমদের ভগ্নিপতি পরিচয়ে একজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরেন। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
×