ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুর পল্লীবিদ্যুত সমিতির প্রতিবাদ কর্মসূচীতে লাঠিচার্জ

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

রংপুর পল্লীবিদ্যুত  সমিতির প্রতিবাদ  কর্মসূচীতে   লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুর পল্লীবিদ্যুত সমিতির কর্মচারীদের গণবদলির প্রতিবাদে এবং ওই আদেশ প্রত্যাহারের দাবিতে অনশনরত শ্রমিক কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে তাদের হটিয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে পাগলাপীর থেকে ১২ কিলোমিটার দূরের রংপুর প্রেসক্লাবে এসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পল্লীবিদ্যুত সমিতি-২ এর শ্রমিক-কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন বদলি আদেশ প্রত্যাহার করা না হলে রবিবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাবেন তারা। পল্লীবিদ্যুত শ্রমিক-কর্মচারী লীগের আহ্বায়ক মোতালেব হোসেন জানান, ঈদের আগে একের পর এক কর্মচারী ও লাইনম্যান বদলি করে চলছে পবিস কর্তৃপক্ষ। এ বিষয়ে আপত্তি জানালে চাকরি থেকে বরখাস্তের ভয় দেখায় তারা। এরই প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা শুক্রবার সকালে পাগলাপীর পল্লীবিদ্যুত সমিতির সামনে অনশন শুরু করেন। এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে পরে দুপরে তারা রংপুর প্রেসক্লাবের এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
×