ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মৌবাক্স ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে মৌবাক্স  ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার লাখারং গ্রামে এক মৌ-চাষীর কৃত্রিম মাছি উৎপাদন করার ৫৭টি মৌবাক্স ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে ২৭টি মৌবাক্স ভেঙে পানিতে ফেলে দেয় এবং ৩০টি মৌবাক্স লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে তারা। এতে ওই চাষীর দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মৌচাষী মোশাররফ হোসেন জানান। তিনি আরও জানায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রাম হতে এসে টঙ্গীবাড়ির লাখারং গ্রামের রুহুল আমিনের কাঠবাদাম ভাড়া নিয়ে ৩ মাস যাবত তারা এখানে কৃত্রিম মৌমাছি উৎপাদন করে আসছিলেন। গত ১ সপ্তাহ আগে অজ্ঞাত এক ব্যক্তি তাদের এখান থেকে মৌবাক্স নিয়ে যেতে বলে। বৃহস্পতিবার রাত ১১টার পর সে ও তার শ্রমিকরা ওই মৌমাছি উৎপাদন কেন্দ্র হতে ২শ’ গজ দূরে একটি বাসায় ঘুমিয়েছিলেন। পরে সকাল বেলা এসে মৌবাক্সগুলো পানিতে ফেলা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।
×