ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা জেলার কলারোয়ার মাদরা গ্রামে হামলা চালিয়ে এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুর করেছে । বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারী চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছে। আলাউদ্দিন সাংবাদিকদের জানান, তার পৈত্রিক জমিতে একটি দোকান ঘর তৈরির প্রস্তুতি নিলে স্থানীয় চান্দা গ্রামের মৃত হামেদ ঢালীর ছেলে বারিক ডাক্তার নিজেকে মাদরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে আলাউদ্দিন ও বারিক ডাক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃৃহস্পতিবার রাতে মাদরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বারিক ডাক্তারের নেতৃত্বে ৩০/৪০ জন দলবদ্ধ হয়ে আলাউদ্দিনের বাড়িতে হামলা করে। বাড়ি-ঘর ভাংচুর করে বলে আলাউদ্দিনের অভিযোগ। এ সময় ওই বাড়িতে ঘুমিয়ে থাকা ৫জন আহত হয়। বাড়ির সকলকে গ্রাম ছাড়ার করারও হুমকি দেয়া হয় বলে আলাউদ্দিন সাংবাদিকদের জানান। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
×