ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে সংস্কৃতিমন্ত্রী বাঙালী সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলে সংস্কৃতিমন্ত্রী  বাঙালী সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে  ধরতে হবে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ সেপ্টেম্বর ॥ ভূঞাপুরে বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাঙালী সংস্কৃতিকে বিকশিত করে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। সংস্কৃতি দিয়ে যেভাবে আমাদের দেশটাকে তুলে ধরতে পারি, অন্য কিছু দিয়ে তা সম্ভব নয়। আগামীতে মরক্কোতে যে অনুষ্ঠান হবে বাংলাদেশ সেখানে হবে থিম কান্ট্রি। চাঁদ সওদাগর, বেহুলা-লক্ষীন্দর, পদ্মা-মনসা গ্রামীণ বিশাল জনগোষ্ঠীর কাছে এক পরিচিত নাম। আমার পূর্বপুরুষ টাঙ্গাইলের ভূঞাপুরের মানুষ, বর্তমানে তাদের কিছু বংশধর ভূঞাপুরে বসবাস করছেন। ভূঞাপুর উপজেলার বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরে সাংস্কৃতিক সংগঠন সাধনা ও যান্ত্রিকের আয়োজিত দুই দিনব্যাপী বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর সহধর্মিণী ও কন্যাসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান জামিল আহম্মেদ, টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন।
×