ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুস্তাফিজ-রাজ্জাকের বোলিং তোপে বিপর্যয়ে ঢাকা

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫

মুস্তাফিজ-রাজ্জাকের বোলিং তোপে বিপর্যয়ে ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো দুই স্তরের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু হয়েছে শুক্রবার। প্রথম স্তরের দুই ম্যাচে ঢাকা বিভাগ-খুলনা বিভাগ ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগ-ঢাকা মেট্রোপলিস মুখোমুখি হয়েছে। তবে ১৫ তারকা ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকার প্রভাব পড়েছে প্রথম রাউন্ডেই। তেমন সুবিধা করতে পারেনি কোন দল। প্রথম স্তরের ম্যাচে খুলনার পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার আব্দুর রাজ্জাকের বোলিংয়ে বিপর্যয়ে পড়েছে ঢাকা। দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-বরিশাল এবং অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ মুখোমুখি হয়েছে। প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন দ্বিতীয় স্তরের দল বরিশালের মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১২২ রান করেন। একই ম্যাচে রাজশাহীর স্পিনার সাঞ্জামুল ৬ উইকেট নিয়েছেন।
×