ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে অগ্নিকাণ্ড ॥ ৫ ইউনিটে উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৮:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৫

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে অগ্নিকাণ্ড ॥ ৫ ইউনিটে উৎপাদন বন্ধ

বিডিনিউজ ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্রে অগ্নিকাণ্ডে সরকারী ও বেসরকারী মিলে পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়ে আগুন লাগে। অগ্নিকা-ের ফলে আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিট ও ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র ইউনাইটেড, মিডল্যান্ড, প্রিসিশন ও এ্যাগ্রিকো পাওয়ারের চারটি ইউনিটে বিদ্যুত উৎপাদন বন্ধ রয়েছে। এগুলো চালুর চেষ্টা চলছে এবং শীঘ্রই চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
×