ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬ কোম্পানির উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনা-বেচার ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ২০ সেপ্টেম্বর ২০১৫

৬ কোম্পানির উদ্যোক্তা  পরিচালকের শেয়ার  কেনা-বেচার ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ৮ জন উদ্যোক্তা পরিচালক। গত সপ্তাহে মোট ১ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৫১৪টি শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন তারা, যার বর্তমান বাজার মূল্য ২৬ কোটি ৬ লাখ ১২৪ টাকা। কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, এসআইবিএল এবং লিগ্যাসি ফুটওয়্যার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রভাতী ইন্স্যুরেন্স ॥ কোম্পানিটির পাবলিক পরিচালক প্রদীপ কুমার দাশ নিজ প্রতিষ্ঠানের মোট ৩২ হাজার ১৬১টি শেয়ার ক্রয় করবে, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ৪ লাখ ৩০ হাজার ৯৫৭ টাকা। এসআইবিএল ॥ ব্যাংকটির পরিচালক এম কামাল উদ্দিন নিজ প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬৭৬টি শেয়ার ক্রয় করবেন, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ১৮ কোটি ২৯ লাখ ৫ হাজার ৭৮৮ টাকা। ডেল্টা লাইফ ॥ কোম্পানির উদ্যোক্তা মাহমুদুর রহমান নিজ প্রতিষ্ঠানের মোট ৩০ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পাইওনিয়ার ইন্স্যুরেন্স ॥ কোম্পানির উদ্যোক্তা নাসির উল্লাহ নিজ প্রতিষ্ঠানের মোট ২০ হাজার শেয়ার বিক্রি করবেন, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ৬ লাখ ৯৪ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার ॥ কোম্পানির উদ্যোক্তা পরিচালক শাহনাজ সুলতানা নিজ প্রতিষ্ঠানের মোট তিন হাজার শেয়ার বিক্রি করবেন, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ৯৭ হাজার ২০০ টাকা। ফিনিক্স ফাইন্যান্স ॥ কোম্পানির তিন পরিচালক রেজাউল ইসলাম, মাজহারুল এবং হুমায়ন কবির নিজ প্রতিষ্ঠানের হাতে থাকা সব শেয়ার বিক্রি করবেন। তাদের হাতে মোট ২২ লাখ ৪৬ হাজার ৬৭৭টি শেয়ার রয়েছে, যা বর্তমান (১৭ সেপ্টেম্বর) বাজার মূল্য অনুযায়ী মোট ৩ কোটি ৯০ লাখ ৯২ হাজার ১৭৯ টাকা। এই চার কোম্পানির মোট বিক্রির ঘোষণাকৃত শেয়ারের বর্তমান মূল্য ৭ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ৩৭৯ টাকা। ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় শেষ করবেন বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, উদ্যোক্তা ও পরিচালকের ধারণকৃত শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়।
×