ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্ত্রী ও দেব-দেবী নিয়ে কটূক্তি ॥ কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৫:৪০, ২০ সেপ্টেম্বর ২০১৫

মন্ত্রী ও দেব-দেবী নিয়ে কটূক্তি ॥ কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর ॥ ফেসবুকে সরকারের মন্ত্রী, হিন্দু ধর্মের দেব-দেবী ও মেয়েদের নিয়ে অবমাননাকর কটূক্তি লেখার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ জাকির হোসেন (২৯) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার তথ্য ও প্রযুক্তি আইনে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে ছেলের আটকের খবর শুনে তার বাবা আবদুল জলিল ওরফে পাকিস্তানী জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল জলিলের ছেলে চৌদ্দগ্রাম বাজারের স্বর্ণ ব্যবসায়ী জাকির হোসেন গত শুক্রবার তার ফেসবুকে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের, হিন্দু ধর্মের দেব-দেবী ও মেয়েদেরকে জন্তু ও ভোগ্যপণ্যসহ অশ্লীল ও কটূক্তিমূলক লেখা পোস্ট করে। এ খবর পেয়ে শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ জাকির হোসেনকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি আইফোন জব্দ করা হয়। ঘটনার পর তার বাবা ছেলেকে থানা থেকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। চৌদ্দগ্রাম থানার ওসি জানান, আটক জাকিরের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, আটক যুবকের পিতা আগ থেকেই অসুস্থ ছিলেন, ছেলে আটকের খবরে তার মারা যাওয়ার বিষয়টি সত্য নয়।
×