ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সালমাদের পাকিস্তান সফর

ঈদের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৫

ঈদের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ সালমা খাতুনরা পাকিস্তান সফরে শেষ পর্যন্ত যাবেন কিনা, সে সিদ্ধান্ত ঈদের আগেই হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সফরের প্রস্তুতিও নিয়ে রাখছে বিসিবি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আলোচনাটা বেশ পুরনো। নিরাপত্তা প্রশ্নে এখনও পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিসিবি। সর্বশেষ একটি পর্যবেক্ষক দল পাকিস্তান ঘুরে এসে বিসিবিতে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট সম্পর্কে জানা না গেলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান সফরের জন্য অভ্যন্তরীণ প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি। তবে সালমাদের পাকিস্তান যাওয়ার বিষয়টি শুধু বিসিবির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে না; সরকারের অনুমতিও লাগবে। তাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে না ফেরা পর্যন্ত বিষয়টির সুরাহা মিলছে না। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রাথমিক একটা সিদ্ধান্ত ছিল যে নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেই আমরা দল পাঠাব। আমাদের পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করে এসে বোর্ড সভাপতির কাছে একটা রিপোর্ট দিয়েছে। আমরা অভ্যন্তরীণ প্রস্তুতি নিয়ে রাখব। কিন্তু সিদ্ধান্তটা অবশ্যই বোর্ডের। এর সঙ্গে সরকারের নীতিনির্ধারণের কিছু বিষয় আছে। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আসার পর এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ প্রস্তুতির বিষয়টি উঠে আসায় বিসিবির প্রধান নির্বাহীকে প্রশ্ন করা হয়- তাহলে কি আপনাদের দিক থেকে এ সফরটা মোটামুটি নিশ্চিত? জবাবে তিনি বলেন, ‘আগামী বেশ কয়েক দিন বাংলাদেশে ঈদের ছুটি হবে। আর ঈদের পরই সফরের সময় নির্ধারণ করা আছে। আমাদের প্রস্তাবও তেমনই। যদি যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় তাহলে আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’ রিপোর্ট দেখে বিসিবি কি সন্তুষ্ট? এ বিষয়ে অবশ্য বিসিবির এই কর্মকর্তা বলছেন, ‘আমি আবারও বলছি তারা রিপোর্ট জমা দিয়েছেন। আর সেটা বোর্ড সভাপতির কাছে দেয়া হয়েছে। উনি দেশে ফিরলে আমরা এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করব।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান নিজামউদ্দিন চৌধুরী। আর সফর হলে ঈদের পর সময় মিলবে না বলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশ থেকে সালমা বাহিনী সফরে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পিসিবি’র এমন খবরও প্রকাশ করেছে। তাদের খবর অনুযায়ীÑ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী বিসিবি’র প্রতিনিধিরা বোর্ডকে সবুজ সঙ্কেত দিয়েছেন। সন্তোষ প্রকাশ করেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে শেষপর্যন্ত যাওয়া হবে কী হবে না, এ নিয়ে ঈদের আগেই সিদ্ধান্ত হয়ে যাবে। ডালমিয়ার অবস্থার উন্নতি স্পোর্টস রিপোর্টার ॥ হার্ট এ্যাটাকে আক্রান্ত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে আরও দুই দিন হাসপাতালে অবস্থান করতে হবে। ‘উনি আগের চেয়ে ভাল আছেন। ইসিজি রিপোর্টও ভাল। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে’- বলেন হাসপাতালটির এক হৃদরোগ বিশেষজ্ঞ। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ ডালমিয়াকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম শেষে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। বোর্ডকর্তা অনুরাগ ঠকুর, রাজীব শুক্লা, বর্তমান কোচ রবি শাস্ত্রী, সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে যান।
×