ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে সুমন কল্যাণের সঙ্গীতে ‘বেঁচে থাকার গান’

প্রকাশিত: ০৬:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৫

ঈদে সুমন কল্যাণের সঙ্গীতে ‘বেঁচে থাকার গান’

স্টাফ রিপোর্টার ॥ আমাদের দেশের সঙ্গীত অঙ্গনে বর্তমান সময়ে যে কয়েকজন সুরকার ও সঙ্গীত পরিচালক ব্যস্ত সময় পার করছেন তাঁদের মধ্যে সুমন কল্যাণ অন্যতম। গানের সুর দেয়া ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি একজন গীতিকার ও সঙ্গীতশিল্পীও বটে। আগামী ঈদ-উল-আযহায় আসছে নবাব আমিনের কথায় ও তাঁর সুর এবং সঙ্গীতে মিশ্র এ্যালবাম ‘বেঁচে থাকার গান’। এ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিনাত জাহান মুন্নী, মুহিন, নিশিতা, সাবরিনা রমা, রবীন ও সুমন কল্যাণ নিজে। এছাড়া অনেক মিক্সড এ্যালবামে গান করছেন তিনি। নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করছেন। গত ঈদে ঈগল মিউজিকের ব্যানারে রিলিজ হয়েছিল এ্যালবাম ‘ভালবাসার সাত রঙ’। জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের সুরের জাদু এবং গীতিকার কাওসার আহমেদ কাজলের কথায়, এই এ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন এসআই টুটুল, ফাহমিদা নবী, সুমন কল্যাণ, সালমা, বেলাল খান, বেলি, কিশোর, মুহিন, নিশিতা বড়ুয়া এবং পূজা। পাশাপাশি লেজার ভিশন থেকে এসেছিল ফোক এ্যালবাম ‘দখিনা বাতাস’। এ্যালবামের গানগুলো সুর করেছিলেন অনুপ ভট্টাচার্য ও শফি ম-ল। গানগুলো গেয়েছেন শফি ম-ল, দিলরুবা খান, শিমুল খান, রিংকু, সালমা ও বিউটি। এ্যালবামের গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ্যালবামটি ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই ব্যস্ত আছে সুমন কল্যাণ। সুমন কল্যাণ গানও করেন ইতোমধ্যে তাঁর গায়কীতে রিলিজ হয়েছে দুটি সলো এ্যালবাম। তাঁর প্রথম সলো এ্যালাবাম ‘নাগরিক আকাশ’ ২০১২ সালে বাজারে আসে। এ এ্যালবামটা খুব আলোচনায় আসে। তার দ্বিতীয় সলো এ্যালবামের নাম ছিল ‘গানের কৃতদাস’। এছাড়া তিনি অনেক মিশ্র এ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, গুণী ওস্তাদের নিয়ে গানের এ্যালবাম করতে চাই। সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছাক।
×