ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রা ফেডারেশনের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৫

যাত্রা ফেডারেশনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ‘অশ্লীলতার বিরুদ্ধে আমরা’ সেøাগানে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সম্মেলন হয় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আক্তারুজ্জামান, তাপস সরকার ও ড. তপন বাগচী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রা নির্দেশক মৃণাল কান্তি ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন হাবিব সারোয়ার, ভিক্টর ডানিয়েল, পুরবী দত্ত, লুৎফুন নাহার রিক্তা, এম এ হান্নান, গাজী লিয়াকত, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সমন্বয়কারী এ্যাডভোকেট হাসান কবির শাহীনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা পর্ব। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনায়েত কবির খোকন। সম্মেলনে পরবর্তী ১ বছরের জন্য বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে তাপস সরকারকে সম্মানিক সভাপতি, মৃণাল কান্তি ভট্টাচার্যকে সভাপতি, এ্যাডভোকেট হাসান কবির শাহীনকে সাধারণ সম্পাদক এবং শিউলী জামানকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ঈদের সেলিব্রেটি শো ‘মিউজিক ড্রিম’ স্টাফ রিপোর্টার ॥ স্পেশাল দিনে স্পেশাল সব আয়োজন থাকে টিভি চ্যানেলগুলোতে। আর এই স্পেশাল দিনটি যদি হয় ঈদ তাহলে তো কথাই নেই। আয়োজনে কে কতটা ভিন্নতা দেখাতে পারে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠেন সংশ্লিষ্ট চ্যানেলের অনুষ্ঠান প্রযোজকরা। এতে পিছিয়ে নেই মাই টিভি। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দর্শকদের কিছুটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপহার দিতে মরিয়া তারাও। নানা আয়োজনে সাজাতে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন এই চ্যানেলের প্রযোজক পরিচালকরা। এদের মধ্যে অন্যতম ব্যস্ত নির্মাতা হলেন জি এস খান প্রবাল। চমক ইভেন্ট ম্যানেজমেন্টের এই প্রতিষ্ঠাতা মাই টিভিতে তারকাবহুল একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। ইতোমধ্যে অনুষ্ঠানের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তিনি। ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার করবে মাই টিভি। প্রতিদিন রাত ১০টা ২৫মিনিটে প্রচার অপেক্ষায় এই অনুষ্ঠানের নাম ‘মিউজিক ড্রিম’। দেশের তারকা শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বাপ্পা মজুমদার, আরেফিন রুমি, কনা, নদী, পরশি, মুন, উপমা, শফিক তুহিন ও ইমরানসহ সব জনপ্রিয় শিল্পীর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে। অনুষ্ঠান আয়োজকদের এমনটাই প্রত্যাশা ।
×