ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগস্টে সৌদি প্রবাসীরা পাঠিয়েছে ২৫ কোটি ডলার

প্রকাশিত: ০৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৫

আগস্টে সৌদি প্রবাসীরা পাঠিয়েছে ২৫ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের আগস্ট মাসে সৌদি প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। যা বিভিন্ন দেশগুলো থেকে আসা রেমিটেন্সের মধ্যে সর্বোচ্চ। জুলাইয়ের তুলনায় আগস্টে সৌদি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিছুটা কমেছে। এ মাসটি রমজানের ঈদ ও কোরবানির ঈদের মাঝামাঝিতে পড়েছে বলেই রেমিটেন্স কিছুটা কমেছে। জুলাইতে ২৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এলেও আগস্টে তা কিছুটা কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ২০ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে; যা আলোচ্য মাসটিতে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ২০ কোটি ১৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মোট রেমিটেন্স এসেছে ৬৮ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, মালেয়শিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইতালিসহ বেশ কয়েকটি দেশ থেকে রেমিটেন্স এসেছে ৫০ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।
×