ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক জ্যাকি কলিন্স আর নেই

প্রকাশিত: ০৫:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৫

প্রখ্যাত মার্কিন  ঔপন্যাসিক  জ্যাকি কলিন্স  আর নেই

প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক জ্যাকি কলিন্স আর নেই। সাত বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার পরিবার জানিয়েছে, জীবনের শেষ কয়েকটি দিন লসএ্যাঞ্জেলেসের বাড়িতেই ছিলেন তিনি। তার বড় বোন অভিনেত্রী জোয়ান কলিন্স বলেছেন, জ্যাকির মৃত্যুর খবরে আমি একদম ভেঙ্গে পড়েছি। তিনি ছিলের আমার বেস্ট ফ্রেন্ড। খবর এএফপির। ব্রিটিশ বংশোদ্ভুত জ্যাকি স্কুলে পড়ার সময়ই লিখতে শুরু করেন। তখন তার গল্পের পাঠক ছিল তার বন্ধুরা। তার প্রথম উপন্যাস ‘দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারেড ম্যান’ প্রকাশিত হয় ১৯৬৮ সালে। তার এই উপন্যাস এতোটাই প্রেমময় ছিল যে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এটি নিষিদ্ধ করা হয়। শুরুতেই বেস্টসেলার হয়েছিল প্রথম উপন্যাসটি। তারপর আমৃত্যু কলম থামেনি জ্যাকির। তার ৩২টি উপন্যাস নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার লিস্টে থেকেছে। জ্যাকি নিজে তার বইতে বলেছেন, আমি গল্প বলি। গল্প বলতে আমার ভাল লাগে। কিন্তু সে অর্থে আমি লেখিকা নই। তার অনেক লেখা নিয়ে সিনেমা ও টিভি মিনিসিরিজ নির্মিত হয়েছে। জ্যাকি দু’বার বিয়ে করেছিলেন এবং তার তিন মেয়ে রয়েছে।
×