ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর প্রথম শহীদ মিনার আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহীর প্রথম শহীদ  মিনার আধুনিকায়নের  উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভাষা আন্দোলনে রাজশাহীর সর্বস্তরের পেশাজীবী ছাত্র-জনতার গৌরবময় ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। অংশ হয়ে গেছে রাজশাহীতে নির্মিত প্রথম শহীদ মিনারটিও। তবে এতোদিন অনাদরে ছিল মিনারটি। এবার এ শহীদ মিনারটি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার তহবিল থেকে শহীদ মিনারটির নির্মাণ ব্যয় মেটানো হবে। প্রথম শহীদ মিনার হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী কলেজের ছাত্র ও সাংসদ বাদশার উদ্যোগে শীঘ্রই পুরনো সেই শহীদ মিনারের জায়গায় মাথা উঁচিয়ে দাঁড়াবে ৫২ ফুট উচ্চতার নতুন মিনার। এ কার্যক্রম বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে সাংসদ ফজলে হোসেন বাদশা এটি নির্মাণের জন্য ৫০ লাখ টাকার চাহিদাপত্র আনুষ্ঠানিকভাবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের হাতে তুলে দেন। ফজলে হোসেন বাদশা জানান, ভাষা আন্দোলনের প্রতি অকৃত্রিম গভীর শ্রদ্ধা থেকে ওই স্থানে প্রথম শহীদ মিনারের আদলে দৃষ্টিনন্দন শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহীতে ভাষা আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতেই এ উদ্যোগ। এর পাশাপাশি রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারও নির্মিত হবে।
×