ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে অজ্ঞানপার্টি ঠেকাতে রাত জেগে পাহারা

প্রকাশিত: ০৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৫

বরিশালে অজ্ঞানপার্টি  ঠেকাতে রাত জেগে পাহারা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাতের আঁধারে বিষাক্ত স্প্রে দিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়ার একাধিক ঘটনা ঘটেছে জেলার গৌরনদী উপজেলা বার্থী ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত বাঙ্গিলা গ্রামে। এছাড়া এক নারীর সম্ভ্রমহানিরও অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একমাস থেকে প্রায় প্রতি রাতেই ওই গ্রামের বিভিন্ন বাড়িতে সংঘবদ্ধ চক্রের হানা দেয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে গত বৃহস্পতিবার রাত থেকে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা বসিয়েছে। ওই গ্রামের বাসিন্দা লক্ষন কুন্ডু জানান, গত ৯ আগস্ট গভীর রাতে দুর্বৃত্তরা তার বসত ঘরের টিনের বেড়া কেটে বিষাক্ত স্প্রে ছিটিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ, স্বর্র্ণালঙ্কার প্রায় তিন লাখ টাকার মূল্যমান মালামাল লুট করে নিয়ে যায়। একই গ্রামের রনজিত নন্দী জানান, এর কিছুদিন পূর্বে একইভাবে আমারসহ আরও দু’টি পরিবারের সবর্স্ব লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়া স্বপন দাস, মিহির দাস ও অনিল মোল্লার ঘরের বেড়া কাটার সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে সংখ্যালঘু পাড়ার একাধিক বাসিন্দা জানায়, এক নারীর সম্ভ্রমহানির ঘটনাও ঘটেছে। এঘটনার পর থেকে গ্রামবাসী নিরাপত্তাহীনতাসহ চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। বার্থী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম লাভলু জানান, সংখ্যালঘু অধ্যুষিত বাঙ্গিলা গ্রামে অজ্ঞানপার্টির দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় সংখ্যালঘু পরিবারের মাঝে আতংক দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার মাইকিং করে এলাকাবাসী নিয়ে সভা করে প্রতি ঘর থেকে একজন করে সদস্য নিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
×