ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিসির শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৫

বিসিসির শ্রমিকদের  বকেয়া বেতন  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই মাসের বকেয়া বেতন, উৎসব ভাতা ও বেতন বৃদ্ধির দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কয়েক শ’ শ্রমিক। কর্পোরেশনের দ্বিতীয়তলায় বিসিসি মেয়রের কক্ষের সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে মেয়র আহসান হাবিব কামালের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেন। কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের শ্রমিক সাইফুল ইসলাম জানান, মোট ১২শ’ শ্রমিক নগরী পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগে কাজ করেন। এরা মাসে চার থেকে পাঁচ হাজার টাকা বেতন পান। ঈদ বা কোরবানিতে কোন উৎসব ভাতা বা বোনাস দেয়া হয় না। সময়মতো বেতনও পরিশোধ করা হয় না। ফলে প্রায়ই তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। বনায়ন শাখার শ্রমিক আব্দুল করিম হাওলাদার জানান, দীর্ঘদিন থেকে তারা বেতন বৃদ্ধির দাবি করা সত্ত্বেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া সাবেক মেয়র শওকত হোসেন হিরণের সময়ে তাদের বেতন ৬ হাজার টাকা করার সিদ্ধান্ত হলেও বর্তমান মেয়র এ নিয়ে কোন কথাই বলেননি।
×