ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে চাঁদাবাজি বন্ধে অটো চালকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৫

বাউফলে চাঁদাবাজি  বন্ধে অটো  চালকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ সেপ্টেম্বর ॥ বাউফলের ১২টি পয়েন্টে চাঁদবাজি বন্ধ ও অভ্যন্তরীণ সকল রুটে নির্বিঘেœ গাড়ি চালানোর দাবিতে বিক্ষোভ করেছে অটোচালকরা। শতাধিক চালক আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে। অটো গাড়ির চালকরা অভিযোগ করেন, বাউফলের কালাইয়া বেলি ব্রিজ, ল্যাড়া মুন্সীর পুল, পৌর শহরের পাবলিক মাঠ, থানার সামনে, গোলাবাড়ি, গোলাবাড়ি বেলি ব্রিজের উত্তর পার, কাগুজি পুল, সাহাপাড়া তিন রাস্তা, বগা লঞ্চ ঘাট, নুরাইনপুর খেয়াঘাট, নুরাইপুর বড় ব্রিজের উত্তর পাশে ও কালীশুরী বাজারে এই ১২টি পয়েন্টে ব্যাপক চাঁদাবাজি করা হয়। টমটম ও হলার চালকদের একটি সংঘবদ্ধ গ্রুপ অটোগাড়ির চালকদের কাছে থেকে ইচ্ছামতো চাঁদা আদায় করছে। না দিলে চালকদের মারধর করে গাড়ির চাবি নিয়ে যায়। প্রত্যেক দিন এ চাঁদাবাজি ও মারধরের শিকার হচ্ছেন অটো গাড়ির চালকরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, তিনি অটোগাড়ির চালকদের নিয়ে রবিবার দুপুরে একটি সভা করেছেন। ওই সভায় চালকরা জানিয়েছেন, বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে সিরিয়ালের নামে ১০Ñ২০ টাকা করে নেয়া হচ্ছে। যারা এ টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।
×