ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

প্রকাশিত: ০৫:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  যানজট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২০ সেপ্টেম্বর ॥ ঈদ-উল-আযহার আনন্দ স্বজনদের সঙ্গে উপভোগ করতে ও পথের দুর্ভোগ এড়াতে ঈদের চারদিন আগেই উত্তরাঞ্চলের লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। ফলে রবিবার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ অনেকটা বেড়েছে। ঈদ উপলক্ষে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী পশুবাহী গাড়ি ও ঘরমুখো যাত্রীদের গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড় ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ওই মহাসড়কের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যানবাহন চলছে ধীরগতিতে। রবিবার সকাল থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির ও পরিবহন শ্রমিকরা জানায়, গত কয়েকদিনের তুলনায় রবিবার উত্তরবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের গাড়ির চাপ অনেকটা বেড়েছে। সেই সঙ্গে রাজধানীমুখী কোরবানির পশুবাহী যানবাহন ও ভোর থেকে বৃষ্টি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের বাসাইল মির্জাপুর পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ওই মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পশু বোঝাই ট্রাকসহ অন্যান্য গাড়ি লেন ও রোড পরিবর্তন করতে গিয়ে ট্রাফিক সিগন্যালে গতি কমানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ওই মোড় হতে জয়দেবপুর, নবীনগর ও টাঙ্গাইল সড়কের তিন দিকেই অন্তত পাঁচ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়। বিকেল পর্যন্ত যানজট ধীরে ধীরে ছড়িয়ে পড়লেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। টাঙ্গাইলের বাসাইল থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি ধীরগতিতে চলাচল করে। এ চাপ গাজীপুরের কালিয়াকৈরের বংশাই ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
×