ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে চার কিমি সড়ক বেহাল ॥ ৩০ হাজার মানুষের ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৫

আমতলীতে চার কিমি সড়ক বেহাল ॥ ৩০ হাজার  মানুষের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ সেপ্টেম্বর ॥ বরগুনার তালতলী উপজেলার ছোটবগী-কড়াইবাড়ীয়া সংযোগ সড়কের গাবতলী থেকে ঠাকুরপাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় ২০ গ্রামের ৩০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমতলী ও তালতলী উপজেলা সদরে এ সড়ক দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। জানা গেছে, কড়াইবাড়ীয়া, ছোটবগী ও তালতলীর বিকল্প সড়কটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। এ সড়কের কড়াইবাড়ীয়া থেকে গাবতলী পর্যন্ত ৮ কিলোমিটার পাকাকরণের কাজ শেষ হয়েছে। মাঝখানে গাবতলী থেকে ঠাকুরপাড়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এ চার কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় ওই এলাকার গাববাড়ীয়া, ছোটবগী, লেমুয়া, তেতুঁলবাড়ীয়া, মৌপাড়া, পিকে, কড়াইবাড়ীয়া, হেলেঞ্চাবাড়ীয়া, সিলভারতলী, চরপাড়া, তালতলী, ঠংপাড়া, পূর্ব গাবতলী, উত্তর গাবতলী, বেতিপাড়া, পশ্চিম গাবতলী, ঠাকুরপাড়াসহ ২০ গ্রামের ৩০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা শহর আমতলী ও তালতলী যেতে হয়। বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে যাতায়াতে মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ রাস্তার গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালে পরিণত হয়েছে। এ ছাড়া রাস্তার চরপাড়া, ঠংপাড়া স্থানে বড় বড় খাদ হওয়ায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। মানুষের বিকল্প পথে উপজেলা শহরে যেতে হয়।
×