ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে অগ্রণী ব্যাংকে ডাকাতি, দুই আনসার সদস্য রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৫

যশোরে অগ্রণী ব্যাংকে ডাকাতি,  দুই আনসার  সদস্য রিমান্ডে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংকে ডাকাতির ঘটনায় আটক দুই আনসার সদস্য বিশ্বজিৎ ও সাইদুলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে অগ্রণী ব্যাংকের শহরতলীর রাজারহাট শাখা ভবনের জানালার গ্রিল কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে। তারা ব্যাংকের ভল্ট কেটে ২১ লাখ আট হাজার টাকা ও পাঁচ রাউন্ড গুলি লুট করে। নৈশকালীন প্রহরার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্য বিশ্বজিৎ ও সাইদুলকে হাত-মুখ বাঁধা অবস্থায় ব্যাংকের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাদের আটক দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়। রবিবার শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রি তাদের একদিন রিমান্ড মঞ্জুর করেন।
×