ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস মামলায় তিনজন দুুদিন করে রিমান্ডে

প্রকাশিত: ০৮:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৫

প্রশ্নপত্র ফাঁস মামলায় তিনজন দুুদিন করে রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্নপত্র ফাঁসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনকে দুই দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ। রবিবার তিন আসামিকে শেরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা থানার এসআই আহাদ আলী। শুনানি শেষে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুই আসামি হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকীপার রেজাউল করিম ও ঈশান ইমতিয়াজ। শুক্রবার সারাদেশে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয় থেকে এই তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।
×