ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস আজ স্বাভাবিক হবে

প্রকাশিত: ০৮:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস আজ স্বাভাবিক হবে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস আজ সোমবার থেকে স্বাভাবিক হচ্ছে। বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় রাত পৌনে নয়টায় জানান, লৌহজং টার্নিং চ্যানেলে দ্বিমুখী চলছে পাঁচটি ফেরি। তবে চারটি রো রো ফেরিসহ ১১ ফেরি শিমুলিয়া থেকে যাচ্ছে লৌহজং টার্নিং চ্যানেলে। অবশ্য কাওড়াকান্দি থেকে ফিরছে দ্বিগুণ পথ পালেরচর চ্যানেল দিয়ে। লৌহজং টার্নিংয়ে পদ্মা সেতুর সিনো হাইড্রো কর্পোরশনের উচ্চ ক্ষমতার ড্রেজার দিনরাত ড্রেজিং করে যাচ্ছে। শিমুলিয়ার সামনের অংশে বিআইডব্লিউটিএ’র ড্রেজার ড্রেজিং চালাচ্ছে। আশা করা হচ্ছে- সোমবার থেকে সব ফেরিই এই চ্যানেলে দ্বিমুখী চলাচল করতে পারবে। এতে গত ১৯ আগস্ট থেকে কার্যত অচল থাকা দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস স্বাভাবিক হবে।
×