ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরণার্থী প্রশ্নে ইউরোপকে একযোগে কাজ করতে হবে ॥ মেরকেল

প্রকাশিত: ০৪:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৫

শরণার্থী প্রশ্নে ইউরোপকে একযোগে কাজ করতে হবে ॥ মেরকেল

চলতি বছর ৫ লাখেরও বেশি অভিবাসী ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রদেশের পর জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শরণার্থী প্রশ্নে একযোগে কাজ করতে তার অংশীদারদের সতর্ক করে দিয়েছেন। বুধবার দ্বিধাবিভক্ত ইউরোপের নেতারা অভিবাসন সঙ্কট নিরসনের এক বিশ্বাসযোগ্য উপায় খুঁজে পেতে এক জরুরী শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার আগে মেরকেল এ সতর্কবাণী উচ্চারণ করলেন। এদিকে, ওবামা প্রশাসন ২০১৭ সাল নাগাদ প্রতিবছর বিশ্বের অবশিষ্টাংশ থেকে ১ লাখ শরণার্থীকে গ্রহণ করবে। এ সংখ্যা বর্তমান বার্ষিক কোটা ৭০ হাজারের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বেশি। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার একথা বলেন। খবর গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের। সিরিয়ায় চার শহরে সাময়িক যুদ্ধবিরতি সিরিয়ার চার শহরে সরকারপন্থী ও বিরোধী বাহিনীর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে এমন একটি গ্রুপ এ কথা জানিয়েছে। রবিবার রাজধানী দামেস্কোর বাইরে বিদ্রোহী অধ্যুষিত জাবাদানি ও মাদায়া শহরে এবং তুরস্ক সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের শিয়া অধ্যুষিত সরকারের নিয়ন্ত্রিত ফওয়া ও কাফরেয়া গ্রামে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। গত মাসে এই চার শহরের দুটির কোনটিতেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়নি। খবর আল-জাজিরার। ‘সেলফি স্পুন’ ‘সেলফি স্পুন’ দিয়ে এখন খেতে খেতেও সেলফি তোলা। ৩০ ইঞ্চি লম্বা সেলফি স্টিকের শেষ প্রান্তে রয়েছে চামচ। তা দিয়ে মুখে খাবার পোরার সময় অনায়াসে তোলা যাবে সেলফি। তবে শুধু অন রাখতে হবে ফোনের ব্লুটুথ। বিশেষ এই প্রযুক্তি বাজারে এনেছে মার্কিন খাদ্য উৎপাদনকারী সংস্থা জেনারেল মিলসের সিনামন টোস্ট ক্রাঞ্চ। -আজকাল আদিবাসীদের ভাষায় ফেসবুক বলিভিয়ার এক স্বেচ্ছাসেবী দল তাদের একটি জাতিগোষ্ঠীর মাতৃভাষা ‘আইমারা’তে ফেসবুক অনুবাদ করেছে। জাকি আরু গ্রুপ নামে একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে। ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী ২৪ হাজারের মতো স্প্যানিশ শব্দ আইমারা ভাষায় অনুবাদ করেছে। ফেসবুক জানায়, কোন ভাষা সংযুক্তির ক্ষেত্রে অন্তত ২৪ হাজার শব্দ থাকতে হবে। বলিভিয়া, চিলি ও পেরুর প্রায় ২০ লাখ মানুষ আইমারা ভাষায় কথা বলে। এটি বলিভিয়ার দ্বিতীয় ভাষা এবং দেশটিতে বর্তমানে ৩৬টি ভাষা রয়েছে। -বিবিসি
×