ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনসাইট-ভিশনকে হাতে নিচ্ছে সান ফার্মা

প্রকাশিত: ০৪:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৫

ইনসাইট-ভিশনকে হাতে নিচ্ছে সান ফার্মা

চোখের ওষুধ প্রস্তুতকারক মার্কিন সংস্থা ইনসাইট-ভিশনকে হাতে নিচ্ছে সান ফার্মাসিউটিক্যালস। এ ব্যাপারে ইতোমধ্যেই চুক্তি হয়েছে দু’পক্ষের মধ্যে। সে অনুযায়ী সানের দাবি, এই হাতবদলের জন্য প্রায় ৪.৮ কোটি ডলার ঢালবে তারা। তার সঙ্গে যোগ হবে ইনসাইট-ভিশনের ঋণ এবং লেনদেনের অন্যান্য খাতের খরচ। উল্লেখ্য, আমেরিকায় চোখের ওষুধের বাজারে নিজেদের ব্র্যান্ডকে ছড়িয়ে দিতে কোমর বেঁধেছে সান ফার্মা। সে কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা। -অর্থনৈতিক রিপোর্টার গোপালগঞ্জে আয়কর মেলা সমাপ্ত গোপালগঞ্জে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলা-২০১৫ শেষ হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের ব্যাংকপাড়ায় কর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন অতিরিক্ত কর কমিশনার একেএম মজিবুর রহমান। মতবিনিময় সভায় তিনি জানান, গোপালগঞ্জ জেলায় মোট ৫ হাজার লোক আয়কর প্রদানের আওতায় এসেছেন। গত অর্থবছর এ সংখ্যা ছিল সাড়ে ৩ হাজার। এ বছর আয়কর মেলায় ৪২৮ জন করদাতা ১০ লক্ষ ৫৫ হাজার ৪শ’ ১৩ টাকা কর প্রদান করেছেন। গতবছর আয়কর মেলায় আদায় হয়েছিল ৪ লক্ষ ৩৪ হাজার টাকা। এ বছর জেলায় সেরা করদাতা হয়েছেন মোঃ কামরুজ্জামান সিকদার, মোঃ আবু মোরসালিন এবং জিএম সিজার। -নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ
×