ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৭৯ বছরের শিরোপা-আক্ষেপ ঘুচানোর সুযোগ মারের, প্রতিপক্ষ বেলজিয়াম, নবেম্বরে শিরোপার লড়াই

ডেভিস কাপের ফাইনালে ব্রিটেন

প্রকাশিত: ০৫:৫৪, ২২ সেপ্টেম্বর ২০১৫

ডেভিস কাপের ফাইনালে ব্রিটেন

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ডেভিস কাপের ফাইনালে ব্রিটেন। বর্তমান টেনিসের সেরা তারকা এ্যান্ডি মারের দাপটে দীর্ঘ ৩৭ বছর পর ডেভিস কাপের ফাইনালে উঠার গৌরব অর্জন করল গ্রেট ব্রিটেন। ১৯৭৮ সালের পর এবারই প্রথমবারের মতো ডেভিস কাপের ফাইনাল খেলবে মারে এবং তার সতীর্থরা। রবিবার গ্লাসগোর এ্যামিরেটস এ্যারিনায় ওয়ার্ল্ড গ্রুপের সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বার্নাড টমিককে ধরাশায়ী করেন মারে। দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত স্কটিশ তারকা মারে ৭-৫, ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন বানার্ড টমিককে। টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন শক্তিশালী বেলজিয়াম। বেলজিয়ামেই আগামী নবেম্বরে অনুষ্ঠিত হবে ডেভিস কাপের ফাইনাল। ইংলিশদের চেয়ে বেলজিয়ামের শিরোপা-খরার ইতিহাসটা আরও দীর্ঘ। টুর্নামেন্টের সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার। আর সেই কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে পরাজিত করেই ১১১ বছর পর এই প্রথম টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করল বেলজিয়াম। যা অবিশ্বাস্যই মনে হতে পারে। যে টেনিসের শক্তিশালী দল বেলজিয়াম এক শতাব্দীরও বেশি সময় এই টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি। এবার তাই তাদের সামনে শিরোপা জয়ের দারুণ সুযোগ। কেননা বৃটেনের বিপক্ষে ম্যাচটি যে নিজেদের মাটিতেই অনুষ্ঠিত হবে। তাই স্বাগতিক হিসেবে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে বেলজিয়াম। অন্যদিকে শিরোপা জিততে মরিয়া ইংল্যান্ড। কেননা এই দলটিতেই যে খেলছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা এ্যান্ডি মারে। দুটি গ্র্যান্ডসøামজয়ী এই স্কটিশ তারকা এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। টুর্নামেন্টের সেমিফাইনালেও তার ব্যতিক্রম ছিল না। সেমিফাইনালের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় লড়াই করে দেশকে ফাইনালে নিয়ে যান তিনি। টানা তিন দিনের লড়াইয়ে পুরুষ এককের রাবারে বেস্ট অফ ফাইভেরল টাই জেতেন মারে। ডেভিস কাপের মতো টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে নিয়ে যেতে পেরে উচ্ছ্বসিত মারে। এ বিষয়ে ২৮ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ম্যাচের পর বলেন, ‘দেশের জন্য জেতার মজাটা আসলে সবসময়ই আলাদা। আর এই আসরের প্রথম বল থেকে শেষ বল পর্যন্তই দর্শকদের সমর্থন ছিল, যা সত্যিই প্রশংসা করার মতোই। প্রকৃতপক্ষে আমার পুরো সপ্তাহটা ভাল যায়নি। কেননা চোটে জর্জরিত ছিলাম। কিন্তু তারপরও ইনজুরিকে ভুলেই টেনিস কোর্টে নেমেছিলাম। শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। শিরোপা জয়ের লড়াইয়েও পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।’ ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে অফ গ্রুপ থেকেই ছিটকে পড়েছে ভারত। রবিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফিরতি এককে জেরি ভেসলের কাছে হারায় সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের। বিশ্ব গ্রুপ থেকে বিদায় নিলেও এশিয়া-ওশেনিয়া গ্রুপে আশা রয়েছে তাদের। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুক্রবার ভামব্রি প্রথম এককে হারলেও দ্বিতীয়টিতে জিতে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন সোমদেব দেববর্মণ। কিন্তু শনিবার ডাবলসে লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না জুটি হেরে যাওয়ায় পিছিয়ে পড়ে ভারত। এদিন ফিরতি এককে ভামব্রির হার ভারতের সম্ভাবনা শেষ করে দেয়। সোমদেব যাকে হারিয়ে সমতা ফিরিয়েছিলেন, বিশ্বের ৪০ নাম্বার খেলোয়াড় ভেসলের কাছে ৩-৬, ৫-৭ এবং ২-৬ গেমে হারেন ভামব্রি। চেক প্রজাতন্ত্রের কাছে ১-৩ হেরে ওয়ার্ল্ড প্লে অফ গ্রুপ থেকে ছিটকে যায় ভারত। অন্যদিকে ভারতকে হারিয়ে এলিট ১৬ দেশের ওয়ার্ল্ড গ্রুপে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র।
×