ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ তুলে পরিবারকে একঘরে

প্রকাশিত: ০৬:০২, ২২ সেপ্টেম্বর ২০১৫

যৌন হয়রানির অভিযোগ তুলে পরিবারকে একঘরে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ সেপ্টেম্বর ॥ শিশুদের যৌন হয়রানির অভিযোগকে পুঁজি করে মুদি-মনোহরি দোকানি জাফর ফরাজির পরিবারকে পাল্টা হয়রানির অভিযোগ উঠেছে। জাফর ফরাজির দুই মেয়ে কলেজ পড়ুয়া আইরিন আক্তার ঝুমুর এবং সপ্তম শ্রেণীর নাজমুন নাহার মিতু বাড়ি ছাড়া। তারা দুই বোন কলাপাড়া প্রেসক্লাবে এক লিখিত অভিযোগ দিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে তার বাবার বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির আনীত অভিযোগ মিথ্যা। মিঠাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানঘর তোলার সময় তার বাবা জাফর ফরাজির কাছে একটি স্থানীয় চক্র দশ হাজার টাকা দাবি করে। না দেয়ায় এরপর থেকে শুরু হয় চক্রান্ত। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর হকিস্টিক, লাঠিপেটাসহ লোহার শিকল দিয়ে মারধর করা হয়। বর্তমানে এরা দু’বোন বাড়ি ছেড়ে কলাপাড়া পৌর শহরের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের বাবার আয়ের পথ দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। পরিবারটিকে করা হয়েছে একঘরে। বাড়িতে তাদের মা জাহানারা বেগম একা অবস্থান করছেন। ঝুমুর ও নাজমুন দুই বোন বিষয়টির জন্য স্থানীয় মামুন গাজী, বাবুল হাওলাদার, আইয়ুব আলী হাওলাদারসহ কয়েকজনকে দায়ী করেছে। যৌন হয়রানির অভিযোগ এনে জাফর ফরাজির বিচার দাবি করে মিঠাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিশুশিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রবিবার দুপুরে কলাপাড়া শহরের বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ওই দিন জাফর ফরাজিকে আসামি করে মামলা করেছেন। কলাপাড়া থানার ওসি জানান, কাউকে অযথা হয়রানির সুযোগ নেই। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। টেকনাফে ছড়ায় ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ছড়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার সন্ধ্যায় টেকনাফ পুরান পল্লানপাড়ার আজিজুল হকের শিশুপুত্র রবিউল আলম (৭) বাড়ির নিকটবর্তী ছড়ায় পানিতে ডুবে যায়।
×