ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গরুর হাট উচ্ছেদ করল মোবাইল কোর্ট

প্রকাশিত: ০৮:৫৯, ২২ সেপ্টেম্বর ২০১৫

গরুর হাট উচ্ছেদ করল মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইলের বালুরচরে অবৈধভাবে স্থাপিত কোরবানির পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত রাস্তার পাশে স্থাপিত এ হাটটি উচ্ছেদ করে মালামাল জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকি জানান, অনুমতি ছাড়াই অবৈধভাবে রাস্তার পাশে এই হাটটি স্থাপিত হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতি ছাড়াও রাস্তাটিতে চলাচল ব্যাহত হচ্ছিল। তাই এটি উচ্ছেদ করে মালামাল জব্দ হয়েছে। তবে এ সময় যারা এখানে হাট বসিয়েছিল তাদের কাউকেই পাওয়া যায়নি। টের পেয়ে গরু নিয়ে দ্রুত সটকে পড়ে তারা।
×