ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ার ছাড়বে আইটিসি

প্রকাশিত: ০৬:২৭, ২৩ সেপ্টেম্বর ২০১৫

শেয়ার ছাড়বে আইটিসি

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড (আইটিসি) বাজারে শেয়ার ছাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করা হয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে আইটিসি। আর এর মাধ্যমে সংগ্রহ করবে ১২ কোটি টাকা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২৮ পয়সা। কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে।-অর্থনৈতিক রিপোর্টার
×