ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ১৬ স্বর্ণের বারসহ চোরাচালানি আটক

প্রকাশিত: ০৬:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৫

বেনাপোলে ১৬ স্বর্ণের বারসহ  চোরাচালানি  আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১৬টি স্বর্ণের বারসহ হানেফ (৩৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের বাহাদুরপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। হানেফ বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের শহর আলীর ছেলে। বিজিবি জানায়, এক স্বর্ণ চোরাচালানি স্বর্ণের চালান নিয়ে সীমান্ত পথে ভারতে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাহাদুরপুর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পায়ের জুতার মধ্যে লুকিয়ে রাখা এক কেজি ৬শ’ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা। ৭ দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ীর শার্শার বাগআঁচড়ায় পোল্ট্রি ব্যবসায়ী শামসুর রহমান নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এতে পরিবারটির মাঝে দেখা দিচ্ছে চরম হতাশা। জানা যায়, বাগআঁচড়ার বাগুড়ী (বেলতলা) মোড়ে পোল্ট্রি ব্যবসায়ী জহর আলী সর্দারের ছেলে শামসুর রহমান ১৪ সেপ্টেম্বর বাড়ি থেকে ব্যবসায়িক কাজে বের হয়ে আর ফিরে আসেনি।
×