ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার আটরা শিল্পাঞ্চলে অবস্থিত আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা মঙ্গলবার মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচী পালন করা হয়। এর ফলে ওই মহাসড়কে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকালে শ্রমিকেরা আলীম জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে। পরে তারা লাঠি মিছিল সহকারে খুলনা-যশোর মহাসড়কে এসে অবস্থান নেয়। অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুর রশিদ, আব্দুস সালাম জমাদ্দার প্রমুখ। আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ত এ মিলটি বেসরকারী মালিকানায় হস্তান্তরের চেষ্টা চলছে। এর প্রতিবাদে ইতোপূর্বে সড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করা হলেও হস্তান্তর প্রক্রিয়া বন্ধ হয়নি।
×