ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ছাত্রহত্যা একজনের ফাঁসি ॥ সাতজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৫

নরসিংদীতে ছাত্রহত্যা একজনের ফাঁসি ॥ সাতজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২২ সেপ্টেম্বর ॥ মাদ্রাসা ছাত্র মাহফুজ হোসেন হত্যা মামলায় আসামি ফরিদ মিয়ার ফাঁসি ও অপর সাত আসামির যাবজ্জীবন কারাদ-, প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদ- প্রদান করেছে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মোস্তফা হোসেন, জাকির হোসেন বাবুল, সিয়াম মিয়া, তৌহিদ মিয়া, সানাউল্লাহ, দুলাল মিয়া ও জয়নাল মিয়া।মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মনোহরদী উপজেলার কায়েতেরগাঁও গ্রামের আব্দুছ ছাত্তারের পুত্র স্থানীয় বড়চাপা করমআলী সিনিয়র ফাযিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র মাহফুজ হোসেনকে ২০১১ সালের ১০ নবেম্বর কুপিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে আট আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
×