ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

প্রকাশিত: ০৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৫

বিএসএফের গুলিতে  নিহত বাংলাদেশীর লাশ ফেরত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ সেপ্টেম্বর ॥ জেলার হরিপুর উপজেলার চাপাসা সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী গরু ব্যবসায়ী মোবারক (৩৫) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার তিনদিন পর তার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার রাত ১২টায় চাঁপসা সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট ইফতেখারুল ইসলাম খন্দকার, বিজিবির সি কোম্পানি কমান্ডার আঃ সালাম, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রধান উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে ছিলেন কমান্ডার ভিতাসে এইচ। বিজিবি মরদেহ গ্রহণের পর হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতলে ১০ দিন চিকিৎসার পর শনিবার দুপুরে মারা যান তিনি। মোবারক ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
×