ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে পক্ষাঘাতগ্রস্ত বন্দীর মৃত্যুদ- কার্যকর স্থগিত

প্রকাশিত: ০৭:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানে পক্ষাঘাতগ্রস্ত বন্দীর মৃত্যুদ-  কার্যকর স্থগিত

একজন পক্ষাঘাতগ্রস্ত বন্দীর মৃত্যুদ- শেষ মুহূর্তে স্থগিত করল পাকিস্তান কর্তৃপক্ষ। আবদুল বাসিত কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে পড়েন। ৪৩ বছর বয়স্ক বাসিতকে খুনের অভিযোগে ছয় বছর আগে অভিযুক্ত করা হয় এবং গত মাসে লাহোরে তার মৃত্যুদ- কার্যকর করার কথা ছিল। তবে তিনি ওই হত্যাকা-ে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। খবর বিবিসির। তিনি গত ২২ জুলাই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও সুপ্রিমকোর্ট ও লাহোর হাইকোর্ট তার মৃত্যুদ- কার্যকর করতে অনুমোদন দেয়। কিন্তু জেল ম্যানুয়াল অনুযায়ী তার মৃত্যুদ- কার্যকরে জটিলতা দেখা দেয়। কারণ তিনি ছিলেন হুইলচেয়ারে। পক্ষাঘাতগ্রস্ত আবদুল বাসিত হুইলচেয়ারে থাকায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তার মৃত্যুদ- কার্যকর স্থগিত করে। নিয়মানুযায়ী বন্দীকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। বাসিতের পায়ের অংশ অবশ থাকায় তিনি দাঁড়াতে পারেননি। মানবাধিকার সংস্থাগুলো বাসিতের ফাঁসি কার্যকরের প্রতিবাদ জানিয়েছে। দেশটি ২০১৪-এর ডিসেম্বর থেকে পুনরায় মৃত্যুদ- বিধান চালু করে এবং এখন পর্যন্ত ২৩৯ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করেছে।
×