ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাৎসি হত্যায় সহযোগিতার জন্য জার্মান নারীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৭:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৫

নাৎসি হত্যায় সহযোগিতার  জন্য জার্মান  নারীর বিরুদ্ধে অভিযোগ

জার্মান প্রসিকিউটররা ৯১ বছর বয়স্ক এক নারীর বিরুদ্ধে নাৎসিবাদী হত্যাকা-ে সহযোগিতার জন্য ২ লাখ ৬০ হাজার দফা অভিযোগ এনেছেন। এই নারী তখন নাৎসী এসএসয়ের সদস্য ছিলেন এবং অচউইটজ বধ্য শিবির কমপ্লেক্সে কাজ করতেন। খবর গার্ডিয়ান অনলাইনের। শ্লেসউইগ-হোলস্টেইনের প্রসিকিউটরদের মুখপাত্র হেইনজ দ্রোয়েলেন সোমবার বলেছেন, এ মহিলা ১৯৪৪ সালের এপ্রিল থেকে জুলাইয়ে ক্যাম্প কমাড্যান্টের একজন রেডিও অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কিত জার্মান আইনের কারণে তার নাম প্রকাশ করা হয়নি। প্রসিকিউটররা যুক্তি প্রদর্শন করে বলেছেন, তার বিরুদ্ধে হত্যা-অপরাধে সহযোগিতার অভিযোগ আনা যেতে পারে। কারণ, ডেথ ক্যাম্প পরিচালনায় তিনি সহায়তা করেছিলেন। এ বছরের প্রথম দিকে ৯৪ বছর বয়স্ক অচউইজয়ের সাবেক এসএস সার্জেন্টকে একই কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
×